চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
মোঃ জিহাদুল ইসলাম/চট্টগ্রাম প্রতিনিধিঃ
প্রবেশপত্র হারিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রিমঝিম দাশগুপ্ত (২০)। শনিবার (২৬ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পোস্ট অফিস গলির সর্দার ভবনে নিজেদের বাসায় আত্মহনন করেন রিমঝিম।
রিমঝিম একটি ইলেকট্রিক ক্যাবল কোম্পানীর কর্মকর্তা সদরঘাট থানার রাজিব দাশগুপ্ত রাজুর মেয়ে। এক ভাই এক বোনের মধ্যে রিমঝিম বড়। তিনি নগরীর এনায়েত বাজার মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন।
নিহত রিমঝিমের প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার (২৪ আগস্ট) কলেজ থেকে বাসায় ফেরার পথে রিক্সা থেকে পড়ে যান তিনি। এ সময় এইচএসসির প্রবেশ পত্রটি হারিয়ে ফেলেন। এ ঘটনায় মা বাবার বকার ভয়ে আত্মহননের মতো পথ বেঁছে নিয়েছে।
স্থানীয়রা জানান, পরীক্ষার প্রস্তুতির জন্য রাত থেকে পড়তে বসেন রিমঝিম। কিন্তু রাত দেড়টা পর্যন্ত পড়ার রুম থেকে বের না হওয়ায় তাকে ডাকতে গেলে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান রিমঝিমের পরিবারের সদস্যরা।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সদরঘাট থানার উপ-পরিদর্শক আকতার হোসেন বলেন, লাশ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছি। ধারণা করা হচ্ছে শনিবার দিবাগত রাত ৩ টার দিকে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।