চট্টগ্রামে জসনে জুলুসে লাখো মুসল্লীর ঢল
- আপডেট সময় : ১২:৩৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১২৯৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামে জসনে জুলুসে লাখো মুসল্লীর ঢল
ইব্রাহিম আল সোহাগ/চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ঈদে মিলাদুন্নবী (সাঃ)। শনিবার সকাল থেকে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন ঐতিহাসিক জসনে জুলুসে।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকেই দলবদ্ধভাবে মুসল্লিরা সবুজ নিশান, ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন ইসলামি শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সামনে সমবেত হন। সেখান থেকে জুলুস শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো জামেয়া প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
জসনে জুলুসকে ঘিরে নগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। মুসল্লিরা দোয়া, দরুদ পাঠ ও নাত-এ-রাসুল (সাঃ) পরিবেশনের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। জুলুসে বিভিন্ন ইসলামিক সংগঠন, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন।
আয়োজকরা জানান, এ জসনে জুলুস শুধু চট্টগ্রাম নয়, বরং পুরো দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশে পরিণত হয়েছে। প্রতি বছরের মতো এবারও লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করে যে, ইসলাম ও রাসূলুল্লাহ (সাঃ)-এর প্রতি ভালোবাসা অটুট ও অবিচল।










