আস্থা ডেস্ক: চট্টগ্রামে দৈনিক যুগান্তরের সাংবাদিক মাহবুব আলম লাবলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামে মামলাটি করেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থবিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর। মাহবুব আলম যুগান্তরের ঢাকা অফিসের বিশেষ প্রতিনিধি বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, দৈনিক যুগান্তরের এক সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য আদালত পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রামকে নির্দেশ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ দৈনিক যুগান্তর পত্রিকার প্রথম পৃষ্ঠায় চট্টগ্রাম নগরীর সিআরবি নিয়ে ‘শাহ আলম সিন্ডিকেটের হাতে জিম্মি রেল’ শিরোনামে প্রকাশিত এক সংবাদে হেলাল আকবর চৌধুরীকে জড়ানো হয়। পরদিন অভিযুক্ত সাংবাদিক তার ফেসবুকে প্রতিবেদনটি শেয়ার করেন। প্রতিবেদনে বাদীকে দখলবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের গডফাদার হিসেবে উল্লেখ করা হয়। এতে বাদীর মানহানি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
অভিযোগে বাদী উল্লেখ করেন, সাংবাদিক পরিচয় দিয়ে মাহবুব আলম লাবলু মনগড়া সংবাদ প্রচার ও প্রকাশ করে বিভিন্ন স্বনামধন্য ব্যক্তির সুনাম ক্ষুন্নের অপচেষ্টা করেছে। হুমকি দিয়ে তিনি নিরব চাঁদাবাজিও করে আসছে। অভিযোগের একপর্যায়ে মাহবুব আলম সাংবাদিকতার আড়ালে ক্যাসিনো ব্যবসা করে অঢেল ধন সম্পত্তির মালিক হয়েছেন বলে উল্লেখ করেন বাদী।
তবে মাহবুব আলম সমকালকে জানান, তথ্যপ্রমাণের ভিত্তিতে যুগান্তরে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে হেলাল আকবর বাবরের বক্তব্যও তুলে ধরা হয়েছে। প্রতিবেদন প্রকাশের পর আইনগত নোটিশ দিয়েছেন; যার জবাবও তিনি দিয়েছেন।