শেখ আবদুল্লাহ,আনোয়ারা(চট্রগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কথিত পীরের আস্তানায় পুলিশি হানায় পুলিন শীল নামে কথিত এক ভণ্ডপীরের ওরশ বন্ধ করে দিয়েছে আনোয়ারা থানা পুলিশ।
বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে উপজেলা সদরের বিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বারশত ইউনিয়নের পুলিন শীল নামের এক ব্যক্তি আনোয়ারা সদরে শ্রী কবির শাহ নামে একটি আস্তানা গড়ে তুলে দীর্ঘদিন ধরে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে আসছিলেন। পাশাপাশি আস্তানায় অবস্থান করে পানি পড়াসহ বিভিন্ন ধর্মবিরোধী অনৈতিক কর্মকাণ্ড করে আসছিলেন তিনি।
এরই ধারাবাহিকতায় প্রশাসনের অনুমতি না নিয়ে ৪ আগস্ট শ্রী কবির শাহ্ ওরশ ও ৫ আগস্ট পুঁতি পাঠের অনুষ্ঠানের আয়োজন করে পুলিন শীল। তবে তার বিভিন্ন ইসলাম বিরোধী কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকাল থেকে এলাকার মানুষ ইসলাম বিরোধী এই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানালেও কথিত পীর তার কর্মকাণ্ড চালাতে থাকেন। পরে পুলিশ গিয়ে ওরশ বন্ধের নির্দেশ দেয়। স্থানীয়দের সাথে কথা বলে আরও জানা যায়, কুমিল্লার জনৈক মাজার থেকে একমুঠো মাটি এনে সাদা কাপড় দিয়ে ঘেরাও করে শ্রী কবির শাহ্ নামের একটি মাজার তৈরি করে পুলিন শীল।
জনৈক কবির শাহ্ পীরের মুরিদ দাবি করা এই কথিত পীর পুলিন শীলের স্ত্রীর নাম আমেনা। তারা মুসলিম এবং হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মীয় বিষয়কে পুঁজি করে নানা অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এ বিষয়ে কথিত পীর পুলিন শীল বলেন, আমি কবির শাহ্ পীর থেকে দীক্ষা নিয়েছিলাম। তাই ওনার ওরশ পালন করছি। তবে আমার আস্তানার নামের মধ্যে “কবির শাহ্” এর স্থলে “শ্রী কবির শাহ্” হয়ে গেছে, ওটা আসলে ভুলক্রমে শ্রী শব্দ লেখা হয়ে গেছে। ওটা সংশোধন করে ফেলা হবে। যেহেতু অনুমতি না নিয়ে এই ওরশের আয়োজন করেছি, তাই প্রশাসন এসে এটা বন্ধ করে দিয়েছে। ঘটনার বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মোহাম্মদ হাসান বলেন, অনুমতি না নিয়ে ওরশের ব্যবস্থা করায় বিলপুর গ্রামের একটি ওরশ বন্ধ করে দেওয়া হয়েছে।