DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ১২ই মে ২০২৫
ঢাকাসোমবার ১২ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে নিখোঁজ ৩ কিশোর

Astha Desk
সেপ্টেম্বর ২০, ২০২৩ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে নিখোঁজ ৩ কিশোর

 

আস্থা ডেস্কঃ

এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামে ৩ কিশোর নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে ১ জন কর্মচারী ও ২ জন ছাত্র বলে জানা গেছে।

নিখোঁজরা হলো, বোয়ালখালী উপজেলা থেকে
মোঃ ঈসা রাকিব (২০), নগরীর চকবাজার ও বাকলিয়ার মানারুল হুদা মাদ্রাসার ছাত্র এসএম ওমর ফারুক (১৮) পাঁচলাইশ এলাকা থেকে ও সরকারি মহসিন স্কুলের ছাত্র ছোটন বড়ুয়া (১৫)। রাকিব বোয়ালখালী উপজেলায় একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানিতে চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ।

গত রোববার সকালে ওমর ফারুক এবং সোমবার সকালে রাকিব ও সন্ধ্যায় ছোটন নিখোঁজ হয়েছেন জানিয়ে তাদের পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

চকবাজার থানার উপপরিদর্শক শাহ জালাল চৌধুরী বলেন, আমরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। এখন পর্যন্ত তার খোঁজ মেলেনি। তবে নিখোঁজের আগে তার ব্যবহৃত সাইকেলটি ছোটন বিক্রি করে দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি।

রাকিবের ভাই মোঃ মুসা বলেন, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিল রাকিব। বিকেলে ফিরে আসেনি। আমার বড় বোনের কাছে তার ফেসবুক আইডি থেকে ৫০ হাজার টাকা চাওয়া হয়। সেখানে লেখা ছিল ৩০ হাজার টাকা পেয়েছি, আরও ৫০ হাজার টাকা দিলে ছেড়ে দেবো। তবে টাকা কোথায় কীভাবে দিতে হবে তা বলা হয়নি। রাকিবের ফোন বন্ধ আছে। ২৪ ঘণ্টা পার হওয়ার পরে আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি।

ওমর ফারুকের বাবা এসএম হারুনুর রশিদ বলেন, আমার ছেলে বাকলিয়ার মানারুল হুদা দাখিল মাদ্রাসার আবাসিক ছাত্র। সোমবার থেকে তার পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। মাদ্রাসা থেকে সে নগরীর অক্সিজেন এলাকায় নানির বাড়িতে বেড়াতে গিয়েছিল। রোববার সকালে আমার শাশুড়িকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ফারুকও এসেছিল। হাসপাতাল থেকে সে বাকলিয়ার গাড়িতে উঠলেও মাদ্রাসায় যায়নি। খোঁজ না পেয়ে থানায় জিডি করেছি।

আরো পড়ুন :  খাগড়াছড়িতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৬৬ ভারতীয় প্রশাসনের হেফাজতে

বোয়ালখালী থানার ওসি আসহাব উদ্দিন বলেন, এটি আসলে অপরহণ নাকি অন্য কিছু তা তদন্ত করছে পুলিশ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮