শিরোনাম:
চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১২
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০২:৩১:১০ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৫৪ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার বালুচড়া এলাকায় একটি কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে শ্রমিকসহ ১২ জন আহত হয়েছেন।সোমবার দুপুরে বালুছড়া কুলগাঁও স্কুলের পশ্চিম পাশে ফোর এইচ গ্রুপের পোশাক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাবুরহাট এলাকার আবুল কালাম ও মো. সুমন।
বায়েজিদ বোস্তামি থানার ওসি প্রিটন সরকার বলেন, ফোর এইচ পোশাক কারখানায় একটি নতুন ভবনের ছাদে ঢালাইয়ের কাজ চলছিল। দুপুরে হঠাৎ বিকট শব্দে ছাদটি ধসে পড়ে। এতে আহত হন ছয়জন শ্রমিক। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা কারখানার নিজস্ব হাসপাতালে চিকিৎসাধীন।



















