শিরোনাম:
চতুর্থ বারের মত বাফুফের সভাপতি হলেন কাজী সালাউদ্দিন
News Editor
- আপডেট সময় : ০৯:০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
- / ১০৬০ বার পড়া হয়েছে
ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আসলামকে হারিয়ে টানা চতুর্থবারের মত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হলেন সাবেক ফুটবলার কাজী মো. সালাউদ্দিন।
নতুন মেয়াদে বাফুফের সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আরেক সাবেক ফুটবলার আবদুস সালাম মুর্শেদী। কাজী সালাউদ্দিনের মতো তিনি টানা চতুর্থবারের মতো সিনিয়র সহ-সভাপতি হলেন।
আরও পড়ুনঃ বাফুফে নির্বাচন: সিদ্ধান্ত পাল্টে শেষ মুহূর্তের ভোটের মঞ্চে বাদল রায়
বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে ১৩৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৩৫টি। দুজন কাউন্সিলর উপস্থিত ছিলেন না, ভোট দেননি আরও দুজন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল রায়ের চেয়ে ৫৪টি ভোট বেশি পেয়েছেন কাজী সালাউদ্দিন। তার নামের পাশে ভোট পড়েছে ৯৪টি, বাদল রায় পেয়েছেন ৪০ ভোট পেয়েছে বলে জানা গেছে।