অনলাইন ডেস্কঃ ২৬ মে বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে মহাকাশপ্রেমীরা। এই দিন আকাশে দেখা মিলবে এ বছরের প্রথম সুপার ব্লাড মুনের। ওই রাতেই হবে চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণের সঙ্গে সঙ্গেই রাতের আকাশে দেখা যাবে সুপার ব্লাড মুনকে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এটি দেখতে পারবেন মহাকাশপ্রেমীরা। এর স্থায়িত্ব হবে ১৪ মিনিট ৩০ সেকেন্ড।
এক অক্ষরেখায় ঘুরতে ঘুরতে যখন পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় চলে আসে এবং চাঁদ ও সূর্যের মাঝে অবস্থান নেয় পৃথিবী। এ সময় সূর্যের আলো সরাসরি চাঁদের ওপর পড়তে পারে না। প্রতিসরণের ফলে সূর্যের আলো চাঁদের অন্ধকার অংশে পরে, এতে চাঁদকে লালচে দেখায়। চাঁদের এই লালচে রূপকেই বলে সুপার ব্লাড মুন।
পৃথিবীর ভূপৃষ্ঠের বিশেষ কিছু অঞ্চলের মানুষরা এই সুপার ব্লাড মুন দেখাতে পারবেন। অস্ট্রেলিয়া, পশ্চিম আমেরিকা, দক্ষিণ আমেরিকা, নিউজিল্যান্ড, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অংশ থেকে সুপার ব্লাড মুন দেখা যাবে।
ওই দিনই উত্তর আন্দামান সাগরে তৈরি নিম্নচাপ ঘূর্ণিঝড় হয়ে ভারত ও বাংলাদেশের ভূখণ্ডে ঢোকার আশঙ্কা রয়েছে। এদিকে ‘সুপার ব্লাড মুন’ ও এই বছরের প্রথম চাঁদের পূর্ণগ্রাস গ্রহণ দেখার সুযোগ পাবেন মহাকাশপ্রেমীরা। এককথায় পূর্ণগ্রাস গ্রহণ এবং সুপার ব্লাড মুনের মিলিত সম্ভার। একই সঙ্গে এত কিছু ঘটনা সত্যি বিরল বলে মনে করছেন মহাকাশবিদরা।