DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

‘চরিত্রহীন ৩’র টিজারে প্রেমের সংজ্ঞা দিলেন স্বস্তিকা

News Editor
অক্টোবর ২০, ২০২০ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সভ্যতার শুরু থেকেই রয়েছে প্রেম। যা ছাড়া মানুষ অসম্পূর্ণ। যুগে যুগে একে অপরের প্রতি এই প্রেমের গভীরতা বেড়েই চলেছে। এই প্রেম নিয়েই তৈরি হচ্ছে কত শত গান, কবিতা, গল্প, সিনেমা। দু’টো শরীর। একে অপরকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে ভালোবাসার আলিঙ্গনে। ঠোঁটে ঠোঁট জড়িয়ে আছে। প্রেমের উষ্ণতা ঘন হয়ে নামছে অন্ধকারে। এ কি তবে পাগলামি? নাকি প্রেম?

এক চেনা নারীকণ্ঠে উত্তর, সব পাগলামির পেছনেই কারণ থাকে। আর সব প্রেমেই থাকে পাগলামি। না হলে তো পর্নোগ্রাফিই হয়ে যাবে। তার কথায়, প্রেমে কারণ না থাকলে, এই আদর, কাছে আসা, কাছে থাকাকে তো বুদ্ধিমান লোকে শুধু ‘বেড সিন’ বলবে।’

সৃজিত-মিথিলার কাছে এলো মমতা ব্যানার্জির পাঠানো বিশেষ উপহার

কথাগুলো শোনা গেলো ‘চরিত্রহীন ৩’র টিজারে। বললেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ২২ সেকেন্ডের টিজার জুড়ে স্বস্তিকা এবং সৌরভ দাস একে অপরের শরীরে মিশে যাচ্ছেন। ভালোবাসায় মিশতে মিশতে স্বস্তিকা তাই প্রেমের সংজ্ঞা দিলেন।

দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় ‘চরিত্রহীন ৩’র মুখ্য চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সৌরভ দাসকে। এর আগে এই সিরিজে সৌরভ অভিনয় করলেও, স্বস্তিকাকে দেখা যাবে এই প্রথম।

একাধিক ঘনিষ্ঠ দৃশ্যের জন্য এর আগের ২টি সিজন চর্চার বিষয় হয়ে উঠতে সময় লাগেনি খুব বেশি। এবার স্বস্তিকার উপস্থিতি প্রত্যাশা বাড়িয়েছে আরো কয়েক গুণ। বরাবর সাহসী দৃশ্যে সাবলীল স্বস্তিকাকে ‘হইচই’র এই বহুল চর্চিত সিরিজে দেখতে আগ্রহী দর্শক।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]