DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জের জলাশয়ের পাশে পড়ে ছিল নবজাতক

DoinikAstha
ফেব্রুয়ারি ২৪, ২০২১ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি খাড়ি থেকে এক নবজাতককে উদ্ধার করেছেন এক নারী। উদ্ধারের পর শিশুটিকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে সে আশঙ্কামুক্ত।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) জেলার গোমস্তাপুর উপজেলার খামারবাড়ি ও গোপিনাথপুর গ্রামসংলগ্ন খাড়ি (ছোট জলাশয়) থেকে নবজাতককে উদ্ধার করা হয়।

পরে স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানকে অবহিত করেন। তার পরামর্শে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য (মেম্বার) মুকসেদুল হকসহ অন্যরা নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ইউএনও মিজানুর রহমান নবজাতককে হাসপাতালে দেখতে যান এবং আর্থিক সহায়তা করেন। এ সময় তিনি চিকিৎসক ও নার্সদের তত্ত্বাবধানে শিশুটিকে রাখার পরামর্শ দেন।

কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেন জানান, বর্তমানে ওই নবজাতক আশঙ্কামুক্ত। তাকে নেয়ার জন্য উদ্ধারকারী হাসিনাসহ অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]