আন্তর্জাতিক ডেস্কঃ
চীনের সাংহাইয়ের পাশের এলাকায় একটি ভয়ংকর ঝড় বয়ে গেছে। ঝড়ের তাণ্ডবে পড়ে বাড়িঘর নদীতে পড়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০২ জন।
চীনের সংবাদ মাধ্যমগুলো বলছে, ঝড়ে গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। এছাড়া বাড়িঘর উড়িয়ে নিয়ে নদীতে ফেলায় ১১ জনের মৃত্যু হয়েছে।
এএফপি জানায়, নানটং শহরের ইয়াংজি নদীর উত্তর তীরে ৮০ লাখ অধিবাসী বসবাস করেন। সেই শহরে প্রবল বাতাসের সঙ্গে বড় আকারের শিলাবৃষ্টি আঘাত হানে। সেখানে শুক্রবার সন্ধ্যায় প্রবল বাতাসে একটি মাছধরা নৌকা ডুবে যাওয়ার ঘটনায় দুজনকে উদ্ধার করা হয়। তবে আরো ৯ জন নিখোঁজ রয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।