শিরোনাম:
চুয়াডাঙ্গা কুষ্টিয়া সড়কের গাছ ফেলে ডাকাতি
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০২:২১:০৩ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ১০৭৮ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:চুয়াডাঙ্গা কুষ্টিয়া সড়কের জগন্নাথপুর স্কুলের নিকট সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। ৯জানুয়ারি দিনগত ভোররাতে সঙ্ঘবদ্ধ তাকাতদল ২টি ট্রাক থামিয়ে ভ্রাইভারের নিকট থেকে নগদ টাকা কেড়ে নেয়।
জানা গেছে, গত ৯ জানুয়ারি শনিবার দিনগত রাত ওটার দিকে কুষ্টিয়ার দিক থেকে চুয়াডাঙ্গা অভিমুখে ২টি ট্রাক
যাচ্ছিলো। আলমডাঙ্গার জগন্নাথপুর স্কুলের নিকট পৌঁছুলে পূর্ব থেকে সড়কের ওপর ভাকাতদলের ফেলে রাখা গাচ্ছের
কারনে ট্রাক দুটি থামতে বাধ্য হয়।
সে সময় ৫-৬ জন ডাকাত ট্রাক দুটির ভ্রাইভারের নিকট থেকে মোট ১৭ হান্জার টাকা
কেড়ে নেয়। তবে ড্রাইভারদের পরিচয় জানা সম্ভব হয়নি। এ ঘটনায় গতকাল অবধি থানায় কোনো অভিযোগ দায়ের করা
অব্যাহত রয়েছে।



















