চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের হার ৬৬.০৭ শতাংশ
জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় আরো ৩৭ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শনিবার রাতে সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, ৫৬ জনের নমুনা পরীক্ষা করে এ সংখ্যক রোগী শনাক্ত হয়।
একদিনের ব্যবধানে হার বেড়ে দাঁড়িয়েছে ৬৬.০৭ শতাংশ। নতুন আক্রান্ত ৩৭ জনের মধ্যে ২০ জন দামুড়হুদা উপজেলার, ১০ জন জীবননগর উযপজেলার, ২ জন সদর উপজেলার ও ৩ জন আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা।
এ পর্যন্ত আক্রান্ত ২ হাজার ২২২ জন ও আজ সুস্থ হয়েছেন ২৩ জনসহ মোট ১ হাজার ৮৮৬ জন। এদিকে শুক্রবার কোনে নমুনা পরীক্ষা হয়নি। গেলেও বৃহস্পতিবার ১৩৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়।
তার মধ্যে শুক্রবার ৩৯ জনের নমুনার ফলাফল আসে, আজ শনিবার ফলাফল আসে ৫৬ জনের। এখনও বাকী আছে ৪০ টি নমুনার ফলাফল।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।