জেলা প্রতিনিধি:চুয়াডাঙ্গায় কন্যাসন্তান জন্মালেই বাড়িতে পৌঁছে যাচ্ছে পুলিশের উপহার সামগ্রী। পুলিশের পক্ষ থেকে কন্যাশিশুর পরিবারকে পাঠানো হচ্ছে ফুল, ফল, মিষ্টি ও নতুন পোশাকসহ নানা উপহার সামগ্রী। ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই স্লোগানে মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে এমন ব্যতিক্রমী উদ্যোগ।
এর অংশ হিসেবে জেলা পুলিশের ফেসবুক পেজে ‘কন্যা সন্তান জন্ম হলে ফোন করুন, উপহার পৌঁছে যাবে সাথে সাথে’ শিরোনামে একটি পোস্ট দেওয়া হয়। গত কয়েকদিন জেলার বিভিন্ন স্থানে জন্ম নেওয়া সদ্য ভূমিষ্ঠ ১০টি কন্যা সন্তানের পরিবারে বেবি প্যাকেজ, পোশাক, মিষ্টি, ফল, ও ফুলের তোড়া উপহার দেন।
কন্যা সন্তান জন্ম দেওয়ায় উপহার পান, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুষাডাঙ্গার মো. সুজন আলী ও মোছা. তাসলিমা খাতুন, পৌর এলাকার মুসলিমপাড়ার তৌহিদ ও আখি খাতুন, সুমিরদিয়ার মাহিম ও কাঞ্চন বেগম, সদর উপজেলার কাথলীর আরিফ হাসান ও সোনিয়া খাতুন, বুড়োপাড়া গ্রামের ইউছুফ আলী ও অন্তরা খাতুন, চন্ডিপুর গ্রামের আতিয়ার রহমান ও জান্নাতুল ফেরদৌস, মোশারফ হোসেন ও সাবরিনা সুলতানা, ভান্ডারদাহ গ্রামের বিপুল ও ময়না, কেদারগঞ্জপাড়ার আবু রাসেল ও ফারজানা ইসলাম এবং মাসুদ রানা ও নাজমা ইয়াসমিন দম্পতি।
পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, দেশের মোট জনগোষ্ঠির অর্ধেক নারী। এই বিপুল সংখ্যাক নারী পিছিয়ে থাকলে সামগ্রিক উন্নয়ন অসম্ভব। তিনি চুয়াডাঙ্গার সর্বস্তরের জনসাধারণের কাছে আইন শৃংঙ্খলা রক্ষা, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু নির্যতান প্রতিরোধ এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণে সহযোগিতা কামনা করেন।