জেলা প্রতিনিধিঃচুয়াডাঙ্গায় ভারত ফেরত রোকেয়া বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ মে) দুপুর ১২টার দিকে সদর হাসপাতালের কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত রোকেয়া বেগম চট্টগ্রাম জেলার সীতাকুন্ডু উপজেলার পূর্ব মুরাদপুর গ্রামের শহিদুল্লাহর স্ত্রী।
জানা যায়, গত ১৮ মে রোকেয়া বেগম চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। দর্শনা চেকপোস্টে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার স্বাস্থ্য পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট আসে।
রোকেয়া বেগম ক্যানসারে আক্রান্ত রোগী হওয়ায় ১৯ মে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়। তিনি ক্যানসারের চিকিৎসার জন্যই স্বামীর সঙ্গে ভারতে গিয়েছিলেন।
রোকেয়া বেগমের মৃত্যু হলেও তার স্বামী শহিদুল্লাহ হাসপাতালের কোয়ারেন্টাইনে অছেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এএসএম ফাতেহ্ আকরাম বলেন, ‘হাসপাতালের কোয়ারেন্টাইনে অবস্থানকালে রোকেয়া বেগমের মৃত্যু হয়েছে। তিনি ক্যানসার আক্রান্ত ছিলেন এবং ভারতে চিকিৎসা নিচ্ছিলেন।১৯ মে তাকে হাসপাতালের কোয়ারেন্টানে নেওয়া হয়।’