DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

চেয়ারম্যান ঘোষণার বিজ্ঞপ্তিতে বেগম রওশন জড়িত না-গোলাম মসীহ

Astha Desk
আগস্ট ২২, ২০২৩ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

চেয়ারম্যান ঘোষণার বিজ্ঞপ্তিতে বেগম রওশন জড়িত না-গোলাম মসীহ

আস্থা ডেস্কঃ

নিজেকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তির সঙ্গে বেগম রওশন এরশাদ জড়িত না বলে জানিয়েছেন বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ। আজ মঙ্গলবার (২২আগষ্ট) সন্ধ্যায় এমন কথা বলেছেন তিনি।

আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেন, জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। এ নিয়ে সংগঠনটির নেতারা প্রতিকৃয়া ব্যক্ত করেছে।

কাজী লুৎফুল কবীর নামের এক ব্যক্তি ‘প্রেস নোট (জাপা) ’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই বিজ্ঞপ্তি দেন। কাজী লুৎফুল কবীর দীর্ঘদিন ধরে এই গ্রুপ থেকেই রওশন এরশাদসহ তাঁর পক্ষের নেতাদের বিবৃতি পাঠিয়ে আসছেন। এই বিবৃতির পাশাপাশি ছয়জন প্রেসিডিয়াম সদস্যের স্বাক্ষরসংবলিত একটি কার্যবিবরণীও পাঠানো হয়। যেখানে রওশনকে চেয়ারম্যান করার সিদ্ধান্ত হয়েছে বলে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জাপার মহাসচিব বলেন, ‘জাতীয় পার্টির যে কয়জন কো–চেয়ারম্যানের নাম ব্যবহার করে খবরটি করা হয়েছে, তাঁদের প্রত্যেকের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁরা জানিয়েছেন, তাঁরা এমন কোনো সিদ্ধান্তে সহায়তা করেননি এবং স্বাক্ষর করেননি।

পরে রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ বলেন, ‘ষড়যন্ত্রমূলকভাবে এই বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে। ওই চিঠির সঙ্গে ম্যাডাম (রওশন এরশাদ) জড়িত নন, আমরাও জড়িত না। হঠাৎ করে একটা চিঠি চলে এসেছে।

তাহলে চিঠিটি (বিজ্ঞপ্তি) কারা দিল এমন প্রশ্নের জবাবে গোলাম মসীহ বলেন, এটা কারা করেছে বুঝতে পারছি না। চেয়ারম্যান কে হবেন সেটা তো গঠনতন্ত্রে বলা হয়েছে। এভাবে তো চিঠি দিয়ে একজন বলতে পারেন না যে তিনি চেয়ারম্যান। এটার তো একটা প্রক্রিয়া আছে।

এ বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, উনি (রওশন এরশাদ) দলের কেউ না। সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর নেই। তিনি কী করলেন, না করলেন সে নিয়ে আমাদের চিন্তা নেই।

আরো পড়ুন :  বিএনপির কার্যালয় ভাঙচুর অগ্নিসংযোগের মামলায় জামিন পেলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

পরে রওশন এরশাদের ঘোষণার বিষয়টিকে ‘অসত্য’ দাবি করে সাংবাদিকদের তিনি বলেন, জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত কিছু ব্যক্তি ম্যাডামের (রওশন এরশাদ) নাম ব্যবহার করে এমন একটি ভুয়া নিউজ দিয়েছে। এমন কোনো ঘটনা ঘটেনি এবং এমন ঘটনার সুযোগ নেই।

চুন্নু আরও বলেন, বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির যে কজন কো-চেয়ারম্যানের কথা বলা হয়েছে, তাঁদের প্রত্যেকের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁরা এমন কোনো সিদ্ধান্তে সহায়তা করেননি এবং স্বাক্ষর করেননি বলে জানিয়েছেন।

এদিকে জিএম কাদেরের অনুপস্থিতিতে রওশনের এমন ঘোষণার মাধ্যমে জাতীয় পার্টিতে ভাঙনের চেষ্টা চালানো হচ্ছে বলে আশঙ্কা করছেন দলের অনেক নেতা। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেন, দলে বিভক্তি আনার জন্য কোনো মহল এ ধরনের তৎপরতা চালাচ্ছে।

জাপার আরেক কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, জিএম কাদের সাহেব আছেন, থাকবেন। রওশন এরশাদ আমাদের মায়ের মতো। তিনি আমাদের প্রধান পৃষ্ঠপোষক।

জাপার প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু এক বিবৃতিতে বলেছেন, ‘জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে বহাল আছেন। আমরা তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি এবং থাকব।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০