DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে সেপ্টেম্বর ২০২৩
ঢাকাবৃহস্পতিবার ২৮শে সেপ্টেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে নদী থেকে চালকসহ দুজনের মরদেহ উদ্ধার

Online Incharge
আগস্ট ২২, ২০২৩ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথপুরে নদী থেকে চালকসহ দুজনের মরদেহ উদ্ধার

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে আঞ্চলিক মহাসড়কে সেতু ভেঙে নদী পড়েছে একটি সিমেন্টবোঝাই ট্রাক। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই ঘণ্টা অভিযান চালিয়ে চালক ও সহকারীর মরদেহ উদ্ধার করেছে। তবে ট্রাকটি উদ্ধার যায়নি। আজ মঙ্গলবার (২২ আগষ্ট) বিকেল ৪টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছাগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলো, সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গ্রামের ট্রাকচালক ফারুক মিয়া (৪২) ও তার সহকারী সিলেট এয়ারপোর্ট থানার ধুপাতল এলাকার জাকির আহমদ কলিন্স (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, ঢাকা থেকে আসা ৫শ বস্তা সিমেন্ট ভর্তি একটি ট্রাক বেইলি সেতু পাড় হওয়ার সময় উত্তর পাড়ের অ্যাপ্রোচে অতিরিক্ত স্টিল দিয়ে তৈরি করা বেইলি সেতু ভেঙে ট্রাকটি নলজুর নদীতে ডুবে যায়। খবর পেয়ে জগন্নাথপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

পরে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিরা দুই ঘণ্টা অভিযান চালিয়ে পানির প্রায় ৫০ ফুট নিচে থাকা ট্রাক থেকে চালক ও তার সহযোগীর মরদেহ উদ্ধার করে।

 

এ বিষয়ে জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মরদেহ হস্তান্তর করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৫৬
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৪:৩৬
 • ১১:৫৩
 • ৪:১১
 • ৫:৫৬
 • ৭:০৯
 • ৫:৪৭