এস এম স্বাধীন, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত শৌচাগার থেকে পুলিশ ৫৫টি তাজা ককচেল উদ্ধার করেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জাজিরা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলার প্রক্রিয়া চলছে।
জাজিরা থানা ও ডিবি পুলিশ জানায় , সোমবার বিকেল অনুমান সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল এস এম মিজানুর রহমান এর নেতৃত্বে ডিবি পুলিশের ওসি মোঃ সাইফুল ইসলাম একদল পুলিশ নিয়ে জাজিরা উপজেলার বিলাসপুর এলাকায় অভিযান চালিয়ে বিলাসপুর ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত শৌচাগার থেকে বালতি ভর্তি ৫৫টি তাজা ককটেল উদ্ধার করে। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ঐ এলাকা থেকে পুলিশ বিলাসপুর ইউনিয়ন পরিষদেও বর্তমান চেয়ারম্যান তাহের সরদারের সমর্থক রাসেল ও দেবু নামের দুইজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় জাজিরা থানায় মামলার প্রক্রিয়া চলছে।ককটল গুলো নিস্ক্রিয় করা হয়েছে।
উল্লেখ থাকে,েয গত ১ সপ্তাহ পূর্বে বর্তমান চেয়ারম্যান তাহের সরদার ও সাবেক চেয়ারম্যান আঃ কুদ্দুসবেপারী সমর্থকদেও মধ্যে সংঘর্ষ হয়েছিল। এ সময় দুই শতাধিক ককটেল বিস্ফোরিত হয়েছে।
ধর্ষকের পুরুষাঙ্গ কেটে নিজের সম্ভ্রম বাঁচালেন গৃহবধূ
এ ব্যাপারে ডিবি পুলিশের ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন, সোমবার বিকেল অনুমান সাড়ে ৫টায় অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সাকের্ল এসএম মিজানুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৫৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।