DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১১ই ডিসেম্বর ২০২৪
ঢাকাবুধবার ১১ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস

Astha Desk
অক্টোবর ২৮, ২০২৩ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস

আন্তর্জাতিক ডেস্কঃ

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং অবিলম্বে মানবিক ত্রাণ সহায়তা পাঠানোর আহ্বান জানানো একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। শুক্রবার (২৭ অক্টোবর) সংখ্যাগরিষ্ঠ ১২০ ভোটে প্রস্তাবটি
পাস হয়। সূত্র-সিএনএন।

এতে বলা হয়, আরব দেশগুলোর পক্ষ থেকে জর্ডান জাতিসংঘে প্রস্তাবটি উত্থাপন করে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলসহ ১৪টি দেশ এর বিপক্ষে ভোট দেয়। আর প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত থাকে ৪৫টি দেশ।

সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবটিতে গাজায় অবিলম্বে একটি টেকসই ও দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়। সেইসঙ্গ মানবিক সহায়তা ও ত্রাণ সরবরাহ নিরাপদ করা, অঞ্চলটির উত্তরাংশের বাসিন্দাদের সরে যাওয়ার ব্যাপারে ইসরায়েলের নির্দেশ বাতিল করা, এই যুদ্ধে সব বেসামরিক জিম্মিকে মুক্ত করার কথাও বলা হয়। প্রস্তাবটিতে সরাসরি হামাসের নাম উল্লেখ করা হয়নি।

জাতিসংঘ সাধারণ পরিষদের এই অধিবেশনে এদিন যুক্তরাষ্ট্র এবং কয়েকটি ইউরোপীয় দেশের পক্ষ থেকে আরেকটি প্রস্তাব উত্থাপন করে কানাডা। যেখানে হামাসের হামলার নিন্দা জানানো হয়। তবে প্রস্তাবটিতে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা না জানানো নিয়ে প্রশ্ন তোলেন পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি। প্রস্তাবের পক্ষে ৮৮টি ভোট পড়ে। তবে সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে ব্যর্থ হওয়ায় পাস হয়নি নিন্দা প্রস্তাবটি।

তিন সপ্তাহ ধরে গাজায় ফিলিস্তিনির স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, নিহতদের মধ্যে ৭ হাজার ৩শ ৫ জনই গাজা উপত্যকার। হাজায় আহত হয়েছে ১৮ হাজার ৫শ ৬৭ জন। বিপরীতে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে বিগত ২১ দিনে নিহত হয়েছে ১শ ১০ জন। আহত হয়েছে আরও অন্তত ১ হাজার ৯শ ৫০ জন। নিহতদের মধ্যে ৩ হাজারেরও বেশি শিশু। নিহতদের ৭০ শতাংশই নারী, শিশু ও বয়স্ক। সূত্র-আল জাজিরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৫
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩৪
  • ৬:৩০