জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল, ২০ মিনিটে গাড়ি উদ্ধার
- আপডেট সময় : ১১:৫২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
- / ১২৫০ বার পড়া হয়েছে
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কল করে সহযোগিতা চাওয়ার মাত্র ২০ মিনিটের মাথায় চুরি হওয়া গাড়ি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবির হোসেন নামের একজনকে আটক করা হয়েছে। সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর ট্রাফিক জোন থেকে গাড়িটি উদ্ধার করা হয়। শেরেবাংলা নগর ট্রাফিক জোনের সার্জেন্ট হুমায়ূন রশিদ বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে এক ব্যক্তি জানান যে, তার প্রাইভেটকার চুরি হয়েছে। তাৎক্ষণিকভাবে ৯৯৯ থেকে প্রাইভেটকার চুরির ঘটনাটি সকাল ৬ টা ৫৫ মিনিটে ট্রাফিক কন্ট্রোল রুমে জানানো হয়। এ খবর পাওয়ার পরপরই ট্রাফিক তেজগাঁও বিভাগের সব ট্রাফিক সদস্য প্রাইভেটকারটি উদ্ধার করতে তৎপরতা শুরু করেন।
বিয়ের অনুষ্ঠানে পরিচয়, বেড়াতে নিয়ে ৬ বন্ধু মিলে টানা দুইদিন গণধর্ষণ
তিনি আরো জানান, সকাল ৭টা ১৫ মিনিটে ট্রাফিক তেজগাঁও বিভাগের শেরেবাংলা নগর ট্রাফিক জোনে দায়িত্ব পালন করছিলেন তিনি। ওই সময় ট্রাফিক পুলিশের এ কর্মকর্তা লক্ষ্য করেন যে, বিজয় সরণির ফ্লাইওভারের কাছে একটি সাদা রংয়ের প্রাইভেটকারের নম্বরের সঙ্গে হারিয়ে যাওয়া গাড়ির নম্বরের মিল রয়েছে। তাৎক্ষণিক গাড়ির চালককে আটকসহ প্রাইভেটকারটি উদ্ধার করেন তিনি।
সার্জেন্ট হুমায়ূন রশিদ জানান, ট্রাফিক সদস্যদের তৎপরতায় চুরির সংবাদ পাওয়ার মাত্র ২০ মিনিটেই গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে আইনি ব্যবস্থার জন্য আটক চালকসহ গাড়িটি তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়।