DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২২শে জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ২২শে জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পাটির মতবিনিময় ও কর্মি সভা অনুষ্ঠিত

Astha Desk
জুন ১৪, ২০২৩ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় পাটির মতবিনিময় ও কর্মি সভা অনুষ্ঠিত

 

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়ন জাতীয় পাটির মতবিনিময় ও কর্মি সভা আজ বুধবার+১৪জুন) বিকালে ঝাউডাঙ্ডা বাজারে অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় পার্টির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাতক্ষীরা পৌর শাখার সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক প্রমূখ।

 

সভায় প্রধান অতিথি সাতক্ষীরা সদর আসনের নাঙ্গল প্রতিক এর এমপি প্রার্থী শেখ আজহার হোসেন বলেন পল্লী বন্ধু হুসাইন মোঃ এরশাদ এ দেশ সম্মৃদ্ধি করেছেন সকল বিষয়ে। তাই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা একমাত্র জাতীয় পাটি ছাড়া কেউ পূরণ করবে না, এজন্য সচেতন জনগণ জাতীয় পাটির ক্ষমতাই দেখতে চাই। দেশের মানুষ আজ আওয়ামী লীগ ও বিএনপির কাছে নিরাপদ নয়। মানুষের ঘরে ঘরে হাহাকার শুধু তাই নয় উন্নয়ন এর নামে হাজার হাজার কোটি টাকা দূর্নীতি করার কারনে দেশ দেউলিয়া হয়েছে। দেশ প্রেমিক জাতীয় পাটির কর্মিদের সুসংগঠিত হয়ে দেশের কল্যাণে জাতীয় পাটিকে ক্ষমতাই আনতে সকল স্তরের মানুষের কাজ করার আহবান জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।