জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গরীব ও দুঃস্থদের মাঝে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবির খাদ্য সামগ্রী ঔষধ প্রদান
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ৩বিজিবি লোগাং জোনের উদ্দ্যেগে গরীব ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ, খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫আগষ্ট) বিকাল সাড়ে ৩টার দিকে ১নং লোগাং ইউপির মধুরঞ্জন কার্বারী পাড়ায় এ সকল সামগ্রী বিতরণ করা হয়।
এরই ধারাবাহিকতায় পানছড়ি ব্যাটালিয়ন (৩বিজিবি) কর্তৃক পানছড়ি ব্যাটালিয়নের আওতাধীন লোগাং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার কর্মহীন, অসহায়, হতদরিদ্র ও দুঃস্থ ৫০টি পরিবারের মধ্যে জনপ্রতি ১ পেকেট খাদ্য সামগ্রী বিতরন করা হয়। যার মধ্যে ছিলো চাউল, ডাল, চিনি, তৈল, এবং আলু বিতরণ করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল আরিফুল ইসলাম পিএসসি।
দিবসটি উপলক্ষে পানছড়ি ব্যাটালিয়ন (৩বিজিবি) উদ্দ্যেগে মধুরঞ্জন কার্বারী পাড়ায় প্রায় ২ শতাধিক গরীব ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন, পানছড়ি ব্যাটালিয়ন (৩বিজিবি) এর মেডিকেল কর্মকর্তা ক্যাপ্টেন মোঃ মশিউর রহমান এএমসি। এসময় উপস্থিত ছিলেন, পানছড়ি ব্যাটালিয়ন (৩বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফুল ইসলাম পিএসসি।