DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৭ই জুলাই ২০২৫
ঢাকাসোমবার ৭ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

জাপানের পুরষ্কারবিজয়ী অভিনেত্রীর নিজ ঘরে লাশ উদ্ধার

News Editor
সেপ্টেম্বর ২৮, ২০২০ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

নিজ বাসভবন থেকে উদ্ধার করা হয়েছে জাপানের পুরষ্কারবিজয়ী অভিনেত্রী ইউকো তাকেউসি’র (৪০) মৃতদেহ। রোববার (২৮ সেপ্টেম্বর) বাসায় তাকে এ অবস্থায় প্রথম দেখতে পান তার স্বামী অভিনেতা তাইকি নাকাবাইয়াশি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা।

টোকিওর শিবুয়া ওয়ার্ডে বসবাসকারী তাকেউসি দম্পতি জাপানে ভীষণ জনপ্রিয়। তিনি বহু ছবি ও টিভি সিরিজে অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন। তার মৃত্যুতে বিস্ময় ও বেদনা প্রকাশ করেছে তার এজেন্সি স্টারডাস্ট প্রোমোশন। ১৯৯৮ সালে জাপানের হরর ছবি ‘রিঙ্গু’তে অভিনয়ের জন্য তাকেউসি সবার কাছে জনপ্রিয়তা পান।

এ ছাড়া ২০১৮ সালে এইচবিও’র মিস শার্লক সিরিজে তিনি একজন নারী শার্লক হিসেবে অভিনয় করেন। এই সিরিজটি যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সম্প্রচার করা হয়। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত টানা তিন বছর জাপানিজ একাডেমি এওয়ার্ড তাকে শীর্ষ স্থানীয় ভূমিকার জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত করে। 

সম্প্রতি জাপানের বেশ কিছু মেধাবী অভিনেতা-অভিনেত্রী আত্মহত্যা করছেন। এর মধ্যে এ মাসেই আত্মহত্যা করেছেন অভিনেত্রী শেই আশিনা। জুলাইয়ে আত্মহত্যা করেছেন অভিনেতা হারুমা মিউরা। মে মাসে আত্মহত্যা করেছেন রেসলিং তারকা হানা কিমুরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।