DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

জামায়াতকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

মাগুরা প্রতিনিধি
জুলাই ১৪, ২০২৫ ৯:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

মাগুরার মহম্মদপুর উপজেলায় বকেয়া বেতন দেওয়ার কথা বলে ডেকে নিয়ে হোটেলকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হোটেল ব্যবসায়ী হারুন ফকিরের (৪৫) বিরুদ্ধে।শুক্রবার উপজেলা সদরের পেট্রোল পাম্প এলাকার পুলিশের সাবেক ডিআইজি আলতাফ হোসেন মোল্যার বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে। 

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। অভিযুক্ত হারুন জামায়াতে ইসলামীর কর্মী এবং উপজেলা সদরের ধোয়াইল পূর্বপাড়ার তফেজ ফকিরের ছেলে।

মহম্মদপুর সদরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে হারুনের খাবার হোটেলে দৈনিক ৩০০ টাকা বেতনে কাজ করতেন ভুক্তভোগী। হারুনের কাছে তিনি দুই দিনের টাকা পেতেন। শুক্রবার বিকালে সেই টাকা দেওয়ার কথা বলে ওই কর্মীকে তার ভাড়া বাসায় ডেকে নিয়ে হারুন ধর্ষণ করেন। এ কথা কাউকে জানালে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।

মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান জানান, থানায় ধর্ষণ মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির কবির হোসেন জানান, অভিযুক্ত হারুন জামায়াতে ইসলামীর কোনো কমিটিতে নেই।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]