DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৭শে ফেব্রুয়ারি ২০২৪
ঢাকামঙ্গলবার ২৭শে ফেব্রুয়ারি ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ৮৫ বছরের বৃদ্ধের বিয়ে করা নাতনী সাবালক

News Editor
ডিসেম্বর ২, ২০২০ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরে ৮৫ বছরের বৃদ্ধের বিয়ে করা নাতনী সাবালক।জামালপুর জেলার দেওয়ানগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধ মহির উদ্দিনের সঙ্গে বিয়ে দেয়া সেই মেয়ের বয়স ১৮ বছরের ঊর্ধ্বে। আর উভয়পক্ষের সম্মতিতে সামাজিকভাবে এ বিয়ে সম্পন্ন হয়েছে। উচ্চ আদালতে জামালপুর পুলিশ সুপারের দাখিল করা তদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এছাড়া বৃদ্ধের নাতির সঙ্গে ওই মেয়ের সম্পর্ক ছিল এমন কোনো সত্যতা পায়নি বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।

আজ বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান এবং বিচারপতি শাহেদ নূরউদ্দিনের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

জামালপুরে কাবিননামা জালিয়াতি, কাজীর বিরুদ্ধে মামলা

জামালপুরের পুলিশ সুপারের প্রতিবেদনে বলা হয়, হাইকোর্টের আদেশের পর তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, ওই মেয়ের জন্ম ২০০২ সালের ১ ফেব্রুয়ারিতে। জন্ম সনদ অনুযায়ী তার বর্তমান বয়স ১৮ বছরের ঊর্ধ্বে। ৮৫ বছরের বৃদ্ধ মো. মহির উদ্দিন এবং মেয়েটি সম্পর্কে দাদা-নাতিন। তাদের দুজনের ঘর পাশাপাশি।

তাদের মধ্যে সম্মতিক্রমে শারীরিক সম্পর্ক হয়। এ সুবাধে মেয়েটি গর্ভবতী হয় এবং সামাজিকভাবে উভয়পক্ষের সম্মতিক্রমে বিয়ে সম্পন্ন হয়। মহির উদ্দিনের নাতি শাহিনের সঙ্গে ওই মেয়ের সম্পর্কে বিষয়ে সত্যতা পাওয়া যায়নি। এ সময় আদালত ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্যে করে বলেন, প্রতিবেদন দেখে মনে হচ্ছে উভয়পক্ষের সম্মতিতে বিয়ে হয়েছে। মেয়েও অ্যাডাল্ট (প্রাপ্তবয়স্ক)। এখন প্রতিবেদনটি সংশ্লিষ্ট সংবাদপত্রে ছাপানোর ব্যবস্থা নেন।

জামালপুরের দেওয়ানগঞ্জে নাতির ধর্ষণের দায়ে ৮৫ বছরের বৃদ্ধ দাদার সঙ্গে ধর্ষণের শিকার ১১ বছরের কিশোরীর বিয়ে দেয়া হয়েছে মর্মে বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নজরে আনার পর গত ২৪ নভেম্বর হাইকোর্ট তদন্তের নির্দেশ দেন। সে অনুসারে তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়।

আরও পড়ুন :

কিশোরগঞ্জের ভৈরবে ৯ কেজি গাঁজা সহ ৩ মাদকব্যবসায়ীকে আটক করেছে ভৈরব থানা পুলিশ।

কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার নাটালের মোড়ে চেক পোষ্ট চলাকালীন সময়ে একটি প্রাইভেট কারে করে ৯ কেজি গাঁজা পাচারের সময় একজন নারীসহ তিন মাদকব্যবসায়ীকে আুক করেছে পুলিশ।

অফিসার ইনচার্জ ভৈরব থানা মোঃ শাহিন এর নির্দেশক্রমে ২ ডিসেম্বর দুপুর সোয়া ১২ টায় নাটাল মোড়ে পুলিশ চেকপোষ্ট করে এস আই মতিউর জামান এবং তার সঙ্গীয় ফোর্স।

পরে একটি প্রাইভেটকারে ড্রাইভার ও এক নারীসহ তিনজন যাওয়ার সময় প্রাইভেট কারটিকে দাঁড় করিয়ে তল্লাশি করে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে গাড়িতে থাকা নারী সহ সবাইকে আটক করা হয় এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়।

আটক হওয়া মাদক কারবারিরা হলো মোঃ ফনির খান(২৫),পিতা- আবু মনসুর খান,সাং- ইরতা,মোঃ সামিউল ইসলাম(২৪),পিতা-আবেদ আলী,সাং- আজিমপুর,উভয় থানা- সিংগাইর,জেলা-মানিকগন্জ, মিস আশা মনি(২০),পিতা- আঃ কদ্দুছ পারমানিক,সাং- সাভার,থানা-ফরিদপুর,জেলা- পাবনা এদেরকে প্রাইভেটকার যোগে ৯ কেজি গাঁজা নিয়ে যাওয়ার সময় গাড়ি সহ আটক করা হয়।

এই বিষয়ে এস আই মতিউর জামান বলেন, মাদকসহ আমরা ৩ জনকে আটক করি এর মধ্যে একজন নারী। এদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০৩
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৫:১২
 • ১২:১৫
 • ৪:২১
 • ৬:০৩
 • ৭:১৭
 • ৬:২৪