জামিন পেলো ইমরানের স্ত্রী
আস্থা ডেস্কঃ
জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। আজ সোমবার (১৫ মে) লাহোরের একটি আদালত ইমরানের স্ত্রীকে আগামী ২৩ মে পর্যন্ত জামিন দেন। বুশরা বিবির আইনজীবী দলের একজনের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরানের স্ত্রী বুশরা বিবিও অন্যতম আসামি। এই ট্রাস্টের অন্যতম সদস্য তিনি। ট্রাস্টটির আওতায় বিশ্ববিদ্যালয় নির্মাণে আবাসন প্রতিষ্ঠান থেকে অনৈতিকভাবে আর্থিক সহযোগিতার অভিযোগ রয়েছে।
বুশরা বিবির আইনজীবী ইন্তিজার হুসাইন পানজুথা বলেন, ‘আমরা লাহোর হাইকোর্টে (এলএইচসি) প্রতিরক্ষামূলক জামিন আবেদন করেছিলাম। দুই বিচারকের দ্বৈত বেঞ্চ আগামী ২৩ তারিখ পর্যন্ত জামিন দিয়েছেন।
এর আগে সোমবার সকালে সস্ত্রীক লাহোর হাইকোর্টে যান ইমরান খান। এ সময় বুশরা বিবিকে আটকের জন্য সরকার পরিকল্পনা করছে বলে জানান সাবেক প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে ইমরান খান লেখেন, ‘বুশরা বেগমকে কারাগারে রেখে আমাকে অপমান করার পরিকল্পনা চলছে এখন।