DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৬শে ফেব্রুয়ারি ২০২৪
ঢাকাসোমবার ২৬শে ফেব্রুয়ারি ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

জৈন্তাপুর হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন

Online Incharge
জানুয়ারি ২২, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

জৈন্তাপুর হাসপাতালে চিকিৎসকদের উপর
হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন

বেনাপোল প্রতিনিধিঃ

সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ সেবা দানকারীদের উপর হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করেছে।

আজ সোমবার (২২ জানুয়ারী) দুপুর ১২ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুস সালামসহ হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মানবন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ লক্ষিন্দর কুমার দে, ডেন্টাল সার্জন ডাঃ মোঃ আবু তাহের, ডা মোঃ হাবিবুর রহমান, ডাঃ ইউসুফ আলী, ডাঃ বাহারুল, ডাঃ মরিয়ম খন্দকার, ডাঃ ফারহা ইসলাম ও ডাঃ শুভেন্দু বিশ্বাস প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, গত ১৯ জানুয়ারি রাতে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে চারজন মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে দুর্বৃত্তরা ভয়ানক ভাবে হামলা চালায়। এ সময় তারা চিকিৎসক ও সেবাদানকারীদের উপর হামলার পাশাপাশি সরকারি সম্পদ ক্ষতিগ্রস্থ করেছে। এতে চিকিৎসক সমাজ আজ আতঙ্কিত। চিকিৎসকদের নিরাপত্তা প্রদানের পাশাপাশি হামলাকারিদের দ্রুত গ্রেফতার দাবী করা হয়। এছাড়া চিকিৎসকদের কর্মস্থলকে নিরাপদ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০৩
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৫:১২
 • ১২:১৫
 • ৪:২১
 • ৬:০৩
 • ৭:১৭
 • ৬:২৪