DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ৯ই জুলাই ২০২৫
ঢাকাবুধবার ৯ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে অসচ্ছল ক্রীড়াসেবীদের মাঝে চেক বিতরণ

Astha Desk
জুলাই ৫, ২০২৩ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটে অসচ্ছল ক্রীড়াসেবীদের মাঝে চেক বিতরণ

 

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে অসচ্ছল-আহত-দুস্থ ক্রীড়াসেবীদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ১৫ জন ক্রীড়াসেবীদের হাতে ৩ লক্ষ ৬০ হাজার টাকা অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

 

এসময় জেলা ক্রিড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম, হাবিল উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোরশেদুল আলম লেবু উপস্থিত ছিলেন।

 

জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন,
যারা খেলাধুলা করেন, তাদের মন ভালো থাকে, তারা শান্তিতে থাকেন। মাদক, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা থেকে দূরে থাকেন।তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।