ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চালু হচ্ছে উল্টাছড়ি বাজার: বুধবার সাপ্তাহিক হাট Logo খাগড়াছড়িতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত Logo পাহাড়ে সন্ত্রাসী কার্যকলাপ বাড়াতে টার্গেট সেনাবাহিনী Logo খাগড়াছড়িতে সেনা ক্যাম্প স্থাপনে বাধা প্রদানের প্রতিবাদে ঢাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল Logo একটি স্নাইপার বুলেটই যথেষ্ট: বাঙালি নেতাকে কেএনএফ-এর হুমকি! Logo খাগড়াছড়িতে নাশকতার পরিকল্পনা করছে ইউপিডিএফ Logo সামনে ঘোর অন্ধকার-আমরা ঘুমাচ্ছি Logo খাগড়াছড়িতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠা বাষিকী পালিত Logo কিশোরগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল Logo হোসেনপুরে পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএনপি নেতারা

জয়পুরহাটে ক্রীড়া প্রতিযোগিতায় যাওয়ার পথে ভটভটি উল্টে ১৫ ছাত্রী আহত

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৩৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৩১ বার পড়া হয়েছে

জয়পুরহাটে ক্রীড়া প্রতিযোগিতায় যাওয়ার পথে ভটভটি উল্টে ১৫ ছাত্রী আহত

 

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বিদ্যালয় পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়ার পথে তিন চাকার অবৈধ যান ভটভটি উল্টে তিলকপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫ ছাত্রী আহত হয়েছে। আজ শনিবার সকাল পৌনে নয়টার দিকে আক্কেলপুর-শ্রীরামপুর সড়কের শ্রীরামপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত ছাত্রীদের মধ্যে ভটভটির ইঞ্জিনের গরম পানিতে তিনজনের হাত-পা ঝলসে গেছে। তারাসহ অন্যদের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে গিয়ে তাদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন ওই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ।

তিলকপুর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক বলেন, আজ শনিবার সকাল নয়টায় আক্কেলপুর উপজেলার মুজিবর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে তিলকপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও ভানুরকান্দা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ফুটবল ম্যাচ ছিল। এ জন্য তাঁদের বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী খেলোয়াড় ভটভটিতে করে সেখানে যাচ্ছিল। শিক্ষকেরা ভটভটির পেছনে যাচ্ছিলেন। সকাল পৌনে নয়টার দিকে শ্রীরামপুর মোড়ে ভটভটিটি উল্টে যায়। এতে ১৫ শিক্ষার্থী আহত হয়। দুর্ঘটনার কারণে ফুটবল ম্যাচটি স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে চিকিৎসা নেওয়া শিক্ষার্থীরা হল রীনা রানী পাহান (ষষ্ঠ শ্রেণি), স্বর্ণা পাহান (ষষ্ঠ শ্রেণি), রুপালী পাহান (অষ্টম শ্রেণি), আয়শা সিদ্দিক (ষষ্ঠ শ্রেণি), জুঁই পাহান (ষষ্ঠ শ্রেণি), রাজিয়া সুলতানা (সপ্তম শ্রেণি), লতা পারভিন (ষষ্ঠ শ্রেণি), শাফি মণি (ষষ্ঠ শ্রেণি), সুমাইয়া শিমু (নবম শ্রেণি), ঋতু খাতুন (সপ্তম শ্রেণি), সুবর্ণা পারভিন (অষ্টম শ্রেণি), সাদিকা সুলতানা (সপ্তম শ্রেণি), নিপা পাহান (সপ্তম শ্রেণি)।

তাদের মধ্যে রীনা রানী পাহান, স্বর্ণা পাহান ও রুপালী পাহানের হাত-পা ভটভটির ইঞ্জিনের গরম পানিতে ঝলসে গেছে।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাকসুদুল আলম আকন্দ বলেন, আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনজন শিক্ষার্থীর হাত-পা ঝলসে গেছে। তবে সবাই শঙ্কামুক্ত।

আহত দুই ছাত্রী বলেছে, ভটভটিতে করে যাওয়ার সময় তাদের সঙ্গে শিক্ষকেরা কেউ ছিলেন না। সড়ক ফাঁকা ছিল। চালক দ্রুত মোড় ঘোরাতে গিয়ে গর্তে আটকে ভটভটি উল্টে সবাই ভটভটির নিচে পড়ে যায়। এরপর মাঠের লোকজন এসে ছাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

ট্যাগস :

জয়পুরহাটে ক্রীড়া প্রতিযোগিতায় যাওয়ার পথে ভটভটি উল্টে ১৫ ছাত্রী আহত

আপডেট সময় : ০৪:৩৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩

জয়পুরহাটে ক্রীড়া প্রতিযোগিতায় যাওয়ার পথে ভটভটি উল্টে ১৫ ছাত্রী আহত

 

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বিদ্যালয় পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়ার পথে তিন চাকার অবৈধ যান ভটভটি উল্টে তিলকপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫ ছাত্রী আহত হয়েছে। আজ শনিবার সকাল পৌনে নয়টার দিকে আক্কেলপুর-শ্রীরামপুর সড়কের শ্রীরামপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত ছাত্রীদের মধ্যে ভটভটির ইঞ্জিনের গরম পানিতে তিনজনের হাত-পা ঝলসে গেছে। তারাসহ অন্যদের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে গিয়ে তাদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন ওই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ।

তিলকপুর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক বলেন, আজ শনিবার সকাল নয়টায় আক্কেলপুর উপজেলার মুজিবর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে তিলকপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও ভানুরকান্দা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ফুটবল ম্যাচ ছিল। এ জন্য তাঁদের বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী খেলোয়াড় ভটভটিতে করে সেখানে যাচ্ছিল। শিক্ষকেরা ভটভটির পেছনে যাচ্ছিলেন। সকাল পৌনে নয়টার দিকে শ্রীরামপুর মোড়ে ভটভটিটি উল্টে যায়। এতে ১৫ শিক্ষার্থী আহত হয়। দুর্ঘটনার কারণে ফুটবল ম্যাচটি স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে চিকিৎসা নেওয়া শিক্ষার্থীরা হল রীনা রানী পাহান (ষষ্ঠ শ্রেণি), স্বর্ণা পাহান (ষষ্ঠ শ্রেণি), রুপালী পাহান (অষ্টম শ্রেণি), আয়শা সিদ্দিক (ষষ্ঠ শ্রেণি), জুঁই পাহান (ষষ্ঠ শ্রেণি), রাজিয়া সুলতানা (সপ্তম শ্রেণি), লতা পারভিন (ষষ্ঠ শ্রেণি), শাফি মণি (ষষ্ঠ শ্রেণি), সুমাইয়া শিমু (নবম শ্রেণি), ঋতু খাতুন (সপ্তম শ্রেণি), সুবর্ণা পারভিন (অষ্টম শ্রেণি), সাদিকা সুলতানা (সপ্তম শ্রেণি), নিপা পাহান (সপ্তম শ্রেণি)।

তাদের মধ্যে রীনা রানী পাহান, স্বর্ণা পাহান ও রুপালী পাহানের হাত-পা ভটভটির ইঞ্জিনের গরম পানিতে ঝলসে গেছে।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাকসুদুল আলম আকন্দ বলেন, আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনজন শিক্ষার্থীর হাত-পা ঝলসে গেছে। তবে সবাই শঙ্কামুক্ত।

আহত দুই ছাত্রী বলেছে, ভটভটিতে করে যাওয়ার সময় তাদের সঙ্গে শিক্ষকেরা কেউ ছিলেন না। সড়ক ফাঁকা ছিল। চালক দ্রুত মোড় ঘোরাতে গিয়ে গর্তে আটকে ভটভটি উল্টে সবাই ভটভটির নিচে পড়ে যায়। এরপর মাঠের লোকজন এসে ছাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।