জয়পুরহাটে জাতীয় শোক দিবস পালিত
- আপডেট সময় : ০৮:৩১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
- / ১০৪২ বার পড়া হয়েছে
জয়পুরহাটে জাতীয় শোক দিবস পালিত
জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১৫আগষ্ট) সকালে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জয়পুরহাট প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শদ্ধা জানায়। এছাড়া জেলা প্রশাসকের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।






















