জয়পুরহাটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন
জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাথলেটদের নিয়ে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সদর উপজেলার দাদরা উচ্চ বিদ্যালয় মাঠে এ মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন হয়।
আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন।
এ সময় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, দাদরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদেকুল ইসলাম, দাদরা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হাসানুর রহমান হাসান উপস্থিত ছিলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন দৈনিক আস্থাকে বলেন, সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন অ্যাথলেট এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। অ্যাথলেটরা উন্নতমানের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ অ্যাথলেট হিসেবে গড়ে উঠবে এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলার সুনাম বৃদ্ধি করবে। এটাই এ অ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের মূল লক্ষ্য।