জয়পুরহাটে র্যাবের অভিযানে ইয়াবা ও হিরোইনসহ আটক-১
জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইল দিঘী এলাকা হতে ৯০ পিস ইয়াবা ও ২.২০ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব-৫ সিপিসি৩। ১৩ জুলাই বিকেলে জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।আটককৃত ব্যক্তি জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইল দীঘি গ্রামের মৃত হাফিজার রহমান এর ছেলে মোঃফেরদৌস হোসেন (৩৯)।
আজ শুক্রবার (১৪ জুলাই) সকাল পনে ১০ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব। জয়পুরহাট র্যাব-৫ সিপিসি-৩,এর (ভারপ্রাপ্ত) অধিনায়ক সিনিয়র পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় উক্ত ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় দ্রব্য অবৈধভাবে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার কালাই থানায় একটি মামলা রুজু করা হয়েছে।