ঝালকাঠিতে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৮ দফা দাবীতে মানববন্ধন
- আপডেট সময় : ০৮:২০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৫৫ বার পড়া হয়েছে
ঝালকাঠিতে ইবতেদায়ী মাদ্রাসা
জাতীয়করণসহ ৮ দফা দাবীতে মানববন্ধন
আমির হোসেন/ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৮ দফা দাবীতে মানববন্ধন পালন করা হয়েছে। আজ বুধবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ও ৮ দফা দাবীতে মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের উদ্যোগে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যলয়ের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মাওলানা মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা মোঃ হান্নান হোসেন এর সঞ্চালিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা জাহিদুল ইসলাম, আলী আহমদ খান, হাসান মাহমুদ, বেলায়েত হোসেন, মোঃ হাবিবুর রহমান, মাওলানা ইলিয়াস মাহ, মাওলানা মোঃ মিজানুর রহমান, মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান, মাওঃ মোঃ মনিরুজ্জামান, মাওলানা জাকারিয়া, মোঃ আব্দুল্লাহ, মাওলানা মোঃ শাহজাহান, মাওলানা রহমাতুল্লাহ, মাওলানা সাঈদ খান প্রমুখ।
দাবী গুলো হলোঃ- ১. স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ। ২. ইবতেদায়ী মাদ্রাসার নীতিমালা ২০১৮ বাস্তবায়ন। ৩. ইবতেদায়ী মাদরাসার ডাটা বেইজ চুড়ান্তকরন।ন৪. ইবতেদায়ী মাদ্রাসার পাঠদানের অনুমতি স্থগিতাদেশ প্রত্যাহার। ৫. রেজিষ্ট্রেশন প্রাপ্ত কোডবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো মাদরাসা বোর্ডের অন্তর্ভুক্ত করা। ৬. প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায় মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থাকরণ। ৭. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার একজন ০১ জন অফিস সহায়কের পদ সৃষ্টিকরণ। ৮. স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার অটোপাশের প্রজ্ঞাপন জারিকরণ।
এ উপলক্ষে ৬ মার্চ ২০২২ তারিখ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালনের কর্মসুচী ঘোষনা করা হয়।
[irp]


















