ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কাঁঠালিয়ায় শহীদদের স্মরণে দোয়া আলোচনা সভা ও পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় কাঁঠালিয়া উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।কাঁঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথিছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষনা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ.কে.এম রেজাউল করিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি (বাংলা ভিশন জেলা প্রতিনিধি) মোঃ মাসউদুল আলম, সাধারণ সম্পাদক (গাজী টিভি জেলা প্রতিনিধি) মোঃ শহীদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, রূপালী ব্যাংক ব্যবস্থাপক মোঃ নাঈমুর রহমান নাইম।
অনুষ্ঠান শেষে শহীদ রাকিব হোসেন এর মা শিল্পী বেগম ও শহীদ সুজনের স্ত্রী জান্নাত এর হাতে প্রধান অতিথি উপহার সামগ্রী তুলে দেন। পরে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, সাংবাদিক, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।
এমকে/আস্থা