DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২রা জুলাই ২০২৫
ঢাকাবুধবার ২রা জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Doinik Astha
নভেম্বর ১৪, ২০২২ ১১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হয়েছে। শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দরের স্থানীয় পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মো. বিলকু হাওলাদার (৪০) রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া গ্রামের ফজলু হাওলাদারের ছেলে। রাজাপুর থানা পুলিশ বিকলু সম্পর্কে জানায়, সে একজন কুখ্যাৎ ডাকাত। নিজ উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে সে জড়িত। ঢাকায় জুয়েলারীর দোকানে ডাকাতিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে তার নামে। একটি মামলায় যাবজ্জীবনসহ ৫টি মামলার ওয়ারেন্ট রয়েছে বিকলুর নামে। বর্তমানে একটি ডাকাতি মামলা তদন্তাধীন আছে। গ্রেপ্তারের সময় বিলকুর কাছ থেকে ডাকাতির মালামাল স্বর্ণালঙ্কার উদ্ধার করে পুলিশ। রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, রবিবার দুপুরে বিলকুকে ঝালকাঠি আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]