DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১১ই ডিসেম্বর ২০২৪
ঢাকাবুধবার ১১ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে সরকারি সম্পত্তির পজিশন হস্তান্তরের অনিয়মের অভিযোগ

DoinikAstha
সেপ্টেম্বর ৩, ২০২১ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে বিধি লঙ্ঘন করে সরকারি সম্পত্তির পজিশন হস্তান্তরের অভিযোগ উঠেছে দলিল লেখক মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে। উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের মধ্যে এ ঘটনা ঘটে। মনিরুজ্জামান উপজেলার পূর্ব রাজাপুর (খারাকান্দা) এলাকার মৃত মোসলেম আলী খানের ছেলে।

রাজাপুর সাব-রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, সরকারি লাইসেন্স প্রাপ্ত দলিল লেখকরা সাব-রেজিস্ট্রার অফিস কর্তৃপক্ষের কাছে আবেদন করে মৌখিক ভাবে বসার জায়গা নিয়ে পারেন। ঐ জায়গা কারো কাছে বিক্রয় বা হস্তান্তর করার কোন বিধান নাই। কিন্তু বিধি লঙ্ঘন করে মনিরুজ্জামান তার পজিশন ফরিদুল ইসলাম নামে এক ব্যক্তির কাছে নগদ অর্থের বিনিময় বিক্রয় করেন।

এ ঘটনায় গত বুধবার মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রাজাপুর সাব-রেজিস্ট্রার অফিস কর্তৃপক্ষ।

এ ব্যাপারে অভিযুক্ত মো. মনিরুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে জানায়, ওটা আমার চেম্বার আমি কেন বিক্রয় করবো। আমি শুনেছি দলিল লেখক আলকাস তার পজিশনের অর্ধেকটা দুই লাখ টাকায় বিক্রয় করেছেন। এ ব্যাপারে রাজাপুর উপজেলা সাব-রেজিস্টার ইয়াসমিন সিকদার বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরো পড়ুন :  ঝালকাঠিতে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও উপহার সামগ্রী বিতরণ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৫
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩৪
  • ৬:৩০