ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মতবিনিময় সভা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয় হলরুমে ওয়ার্ড বিএনপির সভাপতি হাসেম আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনোয়ার সিকদার, বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ খান, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বারেক হাওলাদার।
প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান তালুকদার, বিশেষ বক্তা ছিলেন বিএনপি নেতা শাহালম খান, মাহামুদুল হাসান বাদল, মোঃ মহিদুল ইসলাম, কামাল হোসেন খলিফা প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফার সুফল জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিতে হবে। জনগনের আস্থা অর্জন করতে হবে।
ক্যাপশন: মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখছেন অ্যাডভোকেট তানভীর আহমেদ খান।
এমকে/আস্থা