DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ৫ই জানুয়ারি ২০২৫
ঢাকারবিবার ৫ই জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠির প্রয়াত নয় আইনজীবীর ডেথ রেফারেন্স অনুষ্ঠিত

DoinikAstha
সেপ্টেম্বর ৯, ২০২১ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ ঝালকাঠিতে জেলা আইনজীবী সমিতির প্রয়াত নয়জন আইনজীবীর ডেথ রেফারেন্স (মৃত ব্যক্তির কর্মদক্ষতার ওপর আলোকপাত করা) সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা জজ আদালতের এজলাস কক্ষে এ ডেথ রেফারেন্স সম্পন্ন হয়।
জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাসুদুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. পারভেজ শাহরিয়ার, দেওয়ানী ও বিচারিক আদালতের বিচারকবৃন্দ, জেলা আইনজীবী সমিতির সদস্য বৃন্দ ও প্রয়াত আইনজীবীদের পরিবারবর্গ।
সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সরকারি বিজ্ঞ পিপি আবদুল মান্নান রসুল প্রয়াত নয়জন আইনজীবীর কর্মময় জীবনের বৃত্তান্ত তুলে ধরেন। পরে দুপুরে জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে প্রায়াত আইনজীবীদের স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আবদুল মান্নান রসুল এর সভাপতিত্বে এতে সঞ্চালনার দায়িত্বে ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক আ স ম মোস্তাফিজুর রহমন মনু।
এতে বক্তব্য রাখেন, আইনজীবী সৈয়দ হোসেন, অমল চন্দ্র, লিয়াকত আলী খান, ইঞ্জিনিয়ার জিকে মোস্তাফিজুর রহমান, এম আলম খান কামাল, শাহাদাৎ হোসেন, এ কে আজাদ হারুন, মল্লিক নসির উদ্দিন কবির, বদরুল মিল্লাত খোকন, নাসিমুল হাসান, প্রয়াত আইনজীবী শ্রী মহাদেব চন্দ্র দে এর পূত্র সান্তানু দে প্রমূখ।
এ সময় আইনজীবীরা তাঁদের বিজ্ঞ বন্ধুদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আইনজীবী আনোয়ার হোসেন। করোনাকালে গত এক বছরে জেলা আইনজীবী সমিতির ইতিহাসে সর্বোচ্চ নয় জন জ্যেষ্ঠ আইনজীবী মৃত্যূবরণ করেন।
হারিয়ে যাওয়া বিজ্ঞ আইনজীবীরা হলেন, আলহাজ্ব সামসুদ্দিন হাওলাদার, আঃ রশিদ সিকদার, আলহাজ্ব আঃ বারি তালুকদার, আলহাজ্ব দেলোয়ার হোসেন, শ্রী মহাদেব চন্দ্র দে, আলহাজ্ব মমিন উদ্দিন খলিফা, শ্রী সুধির চন্দ্র হাওলাদার, মোজাম্মেল হক, নার্গিস আক্তার বানু। প্রথা অনুযায়ী আইনজীবীদের মৃত্যুতে বছরে একবার ডেথ রেফারেন্স অনুষ্ঠিত হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪
  • ১২:০৬
  • ৩:৪৬
  • ৫:২৭
  • ৬:৪৫
  • ৬:৪১