শিরোনাম:
ঝিনাইদহের মহেশপুরে কালবৈশাখী ঝঁড় ও শিলাবৃষ্টিতে ধানসহ অন্যান্ন চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি

Doinik Astha
- আপডেট সময় : ০৮:০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
- / ১০২৮ বার পড়া হয়েছে
মো. মশিয়ার রহমান টিংকু,মহেশপুরঃ এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম বাংলাদেশের সবচেয়ে বড় দত্তনগর বীজ উৎপাদন খামার। গতকাল ২৬-০৪-২০২৩ইং বুধবার রাতে কালবৈশাখী ঝঁড় ও শিলাবৃষ্টিতে দত্তনগর ফার্মের ১৬৬৬ একর জমিতে হাইব্রিড ও ইনব্রিড রোপন করা হলেও মাত্র ৩৩২ একর পাকা ধান কাটা হয়েছে। পাঁচটি খামারের মধ্যে,মথুরা, গোকুলনগর,করিঞ্চা,পাথিলা, কুশাডাঙ্গা বীজ উৎপাদন খামার রয়েছে এরইমধ্যে। মথুরা বীজ উৎপাদন খামারের উপ-পরিচালক কৃষিবিদ শফিকুল ইসলাম জানান, ৩২৩ একর জমির মধ্যে ৬০ একর পাকা ধান কর্তন করা হয়েছে। পৌর এলাকা সহ ধান ক্ষেত,ভুট্টা ক্ষেত,ড্রাগন,কলা বাগান,বিদ্যুৎ এর তার, টেলিফোনের খুটি সহ গাছ উপড়ে পড়ে থাকতে দেখা গেছে।