আইপিএলের জ্বরে কাঁপছে ক্রিকেট বিশ্ব। টুর্নামেন্ট শুরু হতে না হতেই জমজমাট লড়াইয়ের দেখা পেয়ে গেছে এবারের আসর। গত রাতে (রোববার) টাইয়ের পর সুপার ওভারে গড়ায় দিল্লি ক্যাপিটাল আর কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচটি। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ হাসি হাসে দিল্লি।
আজ (সোমবার) আরেকটি হাইভোল্টেজ লড়াই। মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ আর রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ম্যাচে টস জিতেছেন সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার, বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ বিরাট কোহলির ব্যাঙ্গালুরু প্রথমে ব্যাটিং করবে।
টুর্নামেন্টে তারকাখচিত দল নিয়েও এখন পর্যন্ত শিরোপার দেখা পায়নি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে সানরাইজার্স হায়দরাবাদ একবার শিরোপার স্বাদ নিয়েছে, ২০১৬ সালে।
সানরাইজার্স আজ তাদের একাদশে যে চার বিদেশি দিয়ে দল সাজিয়েছে, তারা হলেন-ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, মিচেল মার্শ এবং রশিদ খান।
অপরদিকে বিরাট কোহলির ব্যাঙ্গালুুরুর একাদশে চার বিদেশি-অ্যারন ফিঞ্চ, এবি ডি ভিলিয়ার্স, জস ফিলিপ এবং ডেল স্টেইন।
সানরাইজার্স একাদশ : ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মনিশ পান্ডে, বিজয় শঙ্কর, প্রিয়াম গার্গ, অভিষেক শর্মা, মিচেল মার্শ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, টি নটরাজ, সন্দ্বীপ শর্মা।
ব্যাঙ্গালুরু একাদশ : অ্যারন ফিঞ্চ, দেবদূত পাদিক্কেল, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, জস ফিলিপ (উইকেটরক্ষক), শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, ডেল স্টেইন, উমেশ যাদব, নভদ্বীপ সাইনি, ইয়ুজবেন্দ্র চাহাল।