ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ইকরা গার্মেন্টসের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo আবার মাইনাস তৎপরতায় ডিপ স্টেট: মাসুদ কামাল Logo বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি নিয়ে নতুন ষড়যন্ত্র Logo পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন Logo পানছড়িতে অবৈধ কাঠ আটক করেছে বিজিবি Logo পানছড়িতে সেনাবাহিনীর মতবিনিময়, উপহার ও চিকিৎসা সেবা প্রদান Logo কিশোরগঞ্জে রওজা মনি হত্যার বিচার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন Logo ধানের শীষ প্রতীকের পক্ষে রেজাউল করিম খান চুন্নুর সমর্থকদের গণমিছিল Logo পানছড়িতে শিক্ষার্থীর হাতে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের অনুদান তুলে দিলো স্বেচ্ছা সেবক দল Logo পানছড়িতে অসহায়, গরীব ও দুস্থের মাঝে ৩ বিজিবির মানবিক সহায়তা বিতরণ

টানা ১০ ম্যাচে জয়ের পর হারলো মেসির মিয়ামি

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৪:৩৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪
  • / ১০৮০ বার পড়া হয়েছে

লিগে টানা দশ ম্যাচ অপরাজিত থাকার পর এবার হারের মুখ দেখল ইন্টার মিয়ামি। সবশেষ ম্যাচটি মেসি-সুয়ারেজকে ছাড়াই জয় পেলেও, বৃহস্পতিবার (৩০ মে) ঘরের মাঠে আটালান্টার কাছে ৩-১ গোলে হেরেছে মেসির দল। মিয়ামির হয়ে একমাত্র গোলটি এসেছে মেসির পা থেকে।

আটালান্টার বিপক্ষে মেসি, সুয়ারেজ এবং টেলর নিয়ে আক্রমণ সাজিয়েও প্রত্যাশিত ফল পাননি মিয়ামি কোচ তাতা মার্টিনো। ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল স্বাগতিকরা। তবে গোলের দেখা পায়নি মেসি-সুয়ারেজরা। উল্টো প্রথম হাফেই গোল হজম করতে হয় মিয়ামিকে।

ম্যাচের ৪৪ মিনিটে সাবা লবজানিদজের গোলে এগিয়ে যায় আটালান্টা। এই এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় মিয়ামি। দ্বিতীয় হাফের শুরু থেকেই আবারও বল নিজেদের দখলে রাখে মিয়ামি। তবে ৫৯ মিনিটে লবজানিদজে আরও এক গোল করে মিয়ামিকে বিপদে ফেলে দেন। কিন্তু তার তিন মিনিট পরই এক গোল শোধ দেয় মিয়ামি।

বুসকেটসের পাস থেকে গোল করেন মেসি। তবে ৭৩তম মিনিটে আটালান্টা আরও এক গোল করলে ম্যাচ থেকে ছিটকে পড়ে মেসির মিয়ামি। আটালান্টার হয়ে তৃতীয় গোলটি করেন জামাল থিয়ারে। বাকি সময়ে আর গোল করতে পারেনি কোন দল।

আটালান্টার কাছে হারলেও ইস্টার্ন কনফারেন্স টেবিলের শীর্ষেই রয়েছে মিয়ামি। ১৭ ম্যাচে ১০ জয়ে মিয়ামির পয়েন্ট ৩৪। অপরদিকে ১৫ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ২২তম স্থানে আটালান্টা। মিয়ামির পরবর্তী ম্যাচে আগামী মাসের ২ তারিখ সেইন্ট লুইসের বিপক্ষে।

ট্যাগস :

টানা ১০ ম্যাচে জয়ের পর হারলো মেসির মিয়ামি

আপডেট সময় : ০৪:৩৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪

লিগে টানা দশ ম্যাচ অপরাজিত থাকার পর এবার হারের মুখ দেখল ইন্টার মিয়ামি। সবশেষ ম্যাচটি মেসি-সুয়ারেজকে ছাড়াই জয় পেলেও, বৃহস্পতিবার (৩০ মে) ঘরের মাঠে আটালান্টার কাছে ৩-১ গোলে হেরেছে মেসির দল। মিয়ামির হয়ে একমাত্র গোলটি এসেছে মেসির পা থেকে।

আটালান্টার বিপক্ষে মেসি, সুয়ারেজ এবং টেলর নিয়ে আক্রমণ সাজিয়েও প্রত্যাশিত ফল পাননি মিয়ামি কোচ তাতা মার্টিনো। ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল স্বাগতিকরা। তবে গোলের দেখা পায়নি মেসি-সুয়ারেজরা। উল্টো প্রথম হাফেই গোল হজম করতে হয় মিয়ামিকে।

ম্যাচের ৪৪ মিনিটে সাবা লবজানিদজের গোলে এগিয়ে যায় আটালান্টা। এই এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় মিয়ামি। দ্বিতীয় হাফের শুরু থেকেই আবারও বল নিজেদের দখলে রাখে মিয়ামি। তবে ৫৯ মিনিটে লবজানিদজে আরও এক গোল করে মিয়ামিকে বিপদে ফেলে দেন। কিন্তু তার তিন মিনিট পরই এক গোল শোধ দেয় মিয়ামি।

বুসকেটসের পাস থেকে গোল করেন মেসি। তবে ৭৩তম মিনিটে আটালান্টা আরও এক গোল করলে ম্যাচ থেকে ছিটকে পড়ে মেসির মিয়ামি। আটালান্টার হয়ে তৃতীয় গোলটি করেন জামাল থিয়ারে। বাকি সময়ে আর গোল করতে পারেনি কোন দল।

আটালান্টার কাছে হারলেও ইস্টার্ন কনফারেন্স টেবিলের শীর্ষেই রয়েছে মিয়ামি। ১৭ ম্যাচে ১০ জয়ে মিয়ামির পয়েন্ট ৩৪। অপরদিকে ১৫ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ২২তম স্থানে আটালান্টা। মিয়ামির পরবর্তী ম্যাচে আগামী মাসের ২ তারিখ সেইন্ট লুইসের বিপক্ষে।