গোপালগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সজল রায় (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। রোববার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার নলডাঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে। তিনি জনতা ব্যাংকের কোটালীপাড়া শাখায় অফিসার পদে কর্মরত ছিলেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৭টায় গোবরা স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়া ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের সামনে হঠাৎ সজল রায় ঝাঁপ দেন। এতে তার দেহ তিন টুকরো হয়ে যায়।
নির্ধারিত বাজেটের বাইরে কোন খরচ করা চলবে না: প্রধানমন্ত্রী
গত জানুয়ারি মাসে তিনি বিয়ে করেন। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল বলে এলাকাবাসীর বরাত দিয়ে জানান পুলিশের এ কর্মকর্তা।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।