DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১৯শে সেপ্টেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ১৯শে সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে প্রাইমারি স্কুল মাঠে গমের আবাদ

DoinikAstha
মার্চ ৫, ২০২২ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

আস্থা ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে একটি প্রাইমারি স্কুলের মাঠেই গমের আবাদ করা হয়েছে। বর্তমানে সেই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ১৯২ জন। দৃশ্যটি চোখে পরেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি সীমানা প্রাচীর দিয়ে ঘেরা থাকলেও বিদ্যালয় ভবনের বারান্দা ঘেঁষে শুরু হওয়া বেশ বড় বড় গমের চারায় পূর্ণ সম্পূর্ণ মাঠ। সীমানা প্রাচীরের ভিতরের মাঠটি দেখলেই মনে হবে কোনো আবাদি জমি। পশ্চিম পাশে থাকা শহীদ মিনার ঘেঁষেই স্বল্প জায়গা রাখা হয়েছে বিদ্যালয় ভবনে প্রবেশের জন্য।

বর্তমানে দেশের সব সরকারি প্রাইমারি স্কুলগুলোতে দোলনা ও স্লিপারসহ বিভিন্ন শিশু বিনোদন সামগ্রীর ব্যবস্থা করা হচ্ছে। একই সময়ে এই হরিণমারী স্কুলের মাঠ জুড়ে করা হয়েছে গমের আবাদ। ফলে স্কুলের শিশু শিক্ষার্থীরা বিনোদন বঞ্চিত হচ্ছে। মাঠ না থাকায় ভবনের বারান্দাতেই সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করছে শিশুরা।

জানা গেছে, হরিণমারী এলাকার স্বার্থে ১৯৫৪ সালে স্থানীয় সমাজ সেবক খোস মোহাম্মদ ও তার তিন ভাই মিলে হরিণমারী প্রাথমিক বিদ্যালয়কে ২.৩ একর জমি দান করে। তবে সম্প্রতি দাতাদের উত্তরসূরিরা গমের চাষাবাদ করা স্কুল মাঠের অংশটুকু নিজেদের বলে দাবি করছে। তাই জমি দখলে রাখার জন্যেই সেখানে আবাদ শুরু করেছে তারা।

বিষয়টি নিয়ে একাধিকবার জমির উত্তরসূরি দাবিদার ও গম আবাদকারীদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কেউ কথা বলতে রাজি হয়নি

আরো পড়ুন :  বাজিতপুর পৌরসভার সাবেক মেয়র এহসান কুফিয়ার পিতা জানাযা ও দাফন সম্পন্ন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ৪:১৯
  • ৬:০৬
  • ৭:২০
  • ৫:৪৪