ঠাকুরগাঁওয়ে হত্যার মামলায় ১৩ দিন পর আসামী আটক
আব্দুল্লাহ আজাদ/ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে মাদ্রাসা ছাত্র মুরাদ (১১) হত্যার মামলায় ১৩ দিন পরে সন্দেহভাজন একজনকে গতকাল মঙ্গলবার রাতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের মোবাইল ফোন ট্র্যাকিং করার মাধ্যমে হত্যাকান্ডোর সাথে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়।
আজ বুধবার ( ১৭ মে) ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে আটক যুবককে কারাগারে পাঠিয়েছে। আটক মাসুদ (২১) সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের রমজান আলীর ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ কবির বলেন, ‘হত্যার সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায়, মাসুদ নামের ওই যুবককে এই মামলায় আটক দেখানো হয়েছে।
মামলা তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক জাবেদ বলেন, ওই মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধারের পর তাঁর বাবা দারুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা তদন্ত করতে গিয়ে মাসুদের মোবাইল ফোন ট্র্যাকিং করে হত্যার সাথে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এরপরে তাঁকে আটক করা হয়। তাঁকে এই হত্যা মামলায় রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।
উল্লেখ্য, গত (৪ মে ) ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পাশের একটি ভুট্টা খেত থেকে মুরাদ হোসেন (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মুরাদ মাদারগঞ্জ হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। সে মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি এলাকার দারুল ইসলামের ছেলে।