ঠাকুরগাঁওয়ে ৩৫তম বৈশাখী মেলা শুরু
- আপডেট সময় : ০৩:৫৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
- / ১০৩২ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে ৩৫তম বৈশাখী মেলা শুরু
আব্দুল্লাহ আজাদ/ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের সাধারণ পাঠাগার চত্বর মাঠে ৭ দিনব্যাপি ৩৫তম বৈশাখী মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধা ৭টায় আলপনা সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে মেলাটি উদ্বোধন করেন, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহাবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গির হোসেন, ইএসডিও এর নির্বাহী পরিচাল ড. শহিদ্দুজ্জামান, প্রেস ক্লাবেস সভাপতি মনছুর আলী, জেলা আওয়ামীলীগের সভাপতি মুহাম্মাদ কুরাইশী, সাধারন সম্পাদক দিপক কুমার রায় প্রমূখ।
এবারের মেলায় হরেক রকমের স্টল স্থান পেয়েছে এবং সেই সাথে আগের মতো থাকছে প্রতিদিন সন্ধ্যা বেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা আবৃত্তি, রচনা, নৃত্য, লোকগান, বাউলগানের অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।