‘অস্তমিত সূর্যের শেষ আভায়… আমি তোমায় খুঁজে নিলাম।’ মরু শহর দুবাইয়ের সমুদ্রে একে অপরের কানে কি একথাই বলছিলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা? সূর্য তখন দিনের শেষ আলো ছড়িয়ে সবে অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর কোহলি-আনুশকা এক বুক জলে ডুবে এক অপরকে জড়িয়ে রেখেছেন। এই নৈসর্গিক সৌন্দর্য ক্যামেরায় বন্দী করেছেন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে কোহলির সতীর্থ এবি ডি ভিলিয়ার্স।
রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এই রোমান্টিক ছবিটি পোস্ট করেছেন স্বয়ং বিরাট কোহলি। ছবির ক্যাপশনে অবশ্য কোনো শব্দ ব্যবহার করেননি কোহলি। শুধু যোগ করেছেন কতগুলি হার্ট এবং সানসেটের ইমোজি। আর ফটো ক্রেডিট দিয়ে লিখেছেন ডি ভিলিয়ার্সের নাম। আসলে সব কথা তো এই ছবিই বলে দিচ্ছে। কোহলি এই ছবি পোস্ট করতেই ভাইরাল হয়ে যায় তা।
অন্তঃসত্ত্বা স্ত্রীকে সঙ্গে নিয়েই আইপিএল খেলতে আরব আমিরাতে উড়ে গেছেন কোহলি। আনুশকা অবশ্য কোহলির প্রতি ম্যাচেই গ্যালারিতে থাকছেন।
গত আগস্টেই মা হতে যাওয়ার খবর ভক্তদের সঙ্গে ভাগ করেন অনুশকা। ২০২১-এর শুরুতেই কোহলি-আনুশকার ঘরে আসছে নতুন অতিথি।