DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ১৪ই অক্টোবর ২০২৪
ঢাকাসোমবার ১৪ই অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-আরিচা মহাসড়কে মিনিবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে তিন নারীর

Doinik Astha
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে মিনিবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে তিন নারীর। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

হতাহত সবাই পোশাক শ্রমিক। তারা ওই বাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শিবালয় উপজেলার বড় বোয়ালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের সমেজঘর গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী বিথী আক্তার (২৮), আবদুল বাতেনের স্ত্রী ফুলি বেগম (৩০) ও সাব্বিরের স্ত্রী সাবিনা আক্তার (২৫)। সবাই একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, আরিচাঘাট থেকে পোশাক শ্রমিকদের নিয়ে ছেড়ে আসা মিনিবাসটি স্থানীয় তারাসিমা গার্মেন্টসে যাচ্ছিল। এ সময় বড়বোয়ালি এলাকায় বিপরীতমুখী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনেসহ ডান পাশের অংশ দুমড়ে মুচড়ে যায়। আর খাদে পড়ে যায় ট্রাকটি।

ঘটনাস্থলেই মারা যান সাবিনা আক্তার। হাসপাতালে নেওয়ার পর মারা যান বিথী ও তুলি বেগম নামে আরো দুজন। আহতদের মানিকগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে পাঠানো হয়েছে ঢাকায়।

বরংগাইল হাইওয়ে পুলিশের সার্জেন্ট আনোয়ার হোসেন জানান, নিহতের মরদেহ বরংগাইল হাইওয়ে থানায় এবং শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪২
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪২
  • ১১:৪৯
  • ৩:৫৯
  • ৫:৪১
  • ৬:৫৪
  • ৫:৫৩