DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১২ই ডিসেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ১২ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ঢালিউডের গ্ল্যামার কন্যা পরী মনির আজ জন্মদিন

News Editor
অক্টোবর ২৪, ২০২০ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

ঢালিউডের বর্তমান সময়ের গ্ল্যামার নায়িকাদের নাম উঠলেই সবার আগে চলে আসে নায়িকা পরী মনির নাম। কখনো মহুয়া সুন্দরী, কখনো শুভ্রা হয়ে জয় করে নিয়েছে দর্শকের মন। আজ বুধবার (২৪ অক্টোবর) মিষ্টি চেহারার সেই নায়িকা পরীমনির আজ জন্মদিন। ” দৈনিক আস্থা” পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা। জীবনের ২৬টি বসন্ত পেরিয়ে ২৭ বছরে পা রাখলেন তিনি। ১৯৯২ সালের ২৪ অক্টোবর সাতক্ষীরা জেলায় তার জন্ম। জন্মের পর বাবা-মা পরীমনির নাম রাখেন শামসুন্নাহার স্মৃতি। ছোটবেলায় বাবা-মাকে হারানোর পর নায়িকা পিরোজপুরে তার নানার কাছে বড় হন। ২০১১ সালে তিনি ঢাকায় চলে আসেন এবং বাফায় নাচ শেখেন। পরে চলচ্চিত্রে এসে পরীমনি নাম ধারণ করেন।

চলচ্চিত্রে আসার পর গত কয়েক বছর ধরে জন্মদিনের বিশেষ দিনটা পরীমনি রাজধানীর কিছু সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কাটিয়ে আসছেন।অনেকেই হয়তো জানতে চান এই জন্মদিনে তার পরিকল্পনা কি? প্রতিবছরের মতো এবারও সুবিধাবঞ্জিত ছেলে-মেয়ের সাথে সারা দিন কাটাবেন তিনি।  আর সন্ধ্যায় একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন বন্ধু-বান্ধবদের জন্য। পরীর জন্মদিনের প্রতিটি অনুষ্ঠানেই আলাদা ড্রেসকোড থাকে। এবারও সেটা থাকছে কি-না-এমন প্রশ্নে পরী জানান, গত বছর তো নীল-সাদা রংয়ের পোশাক পরতে বলেছিলাম সবাইকে। এবার ছেলেদেরকে বলেছি কালো পোশাক পরতে আর মেয়েদেরকে বলা হয়েছে সোনালী রঙের পোশাক পরতে।

দর্শক অপছন্দ করবে এমন কাজ করবো না

পরী মনি সম্পর্কে নতুন করে দর্শকদের কিছু জানানোর নাই তবু বলতে হয়ে যে- দেশের চলচ্চিত্রে হালের সবচেয়ে চাহিদাসম্পন্ন নায়িকা এখন পরী মনি।২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। মাত্র তিন বছরের ক্যারিয়ারে ২০টির মতো ছবিতে অভিনয় করে তিনি নিজের অভিনয় প্রতিভার প্রমাণ দিয়েছেন। তার অভিনীত ছবিগুলোর মধ্যে গাগলা দিওয়ানা, নগর মাস্তান, মহুয়া সুন্দরী, আরো ভালোবাসবো তোমায়, রক্ত, ধূমকেতু, সোনা বন্ধু, অন্তর জ্বালা, স্বপ্নজাল অন্যতম।নায়িকা পরী মনি অবশ্য এসব নিয়ে ভাবছেন না। তিনি জানান, ‘মানুষের ভালোবাসা নিয়েই এতোটা পথ এসেছি। আগামী দিনগুলোতে মানুষের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই। ভালো কিছু সিনেমায় অভিনয় করে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই।

ঢালিউডের এই গ্ল্যামার কন্যার আজ (২৪ অক্টোবর সোমবার) জন্মদিন। জন্মদিনে কাছের মানুষদের নিয়ে মধ্যরাতেই কেক কেটেছেন এই তারকা। ঘারোয়াভাবে রয়েছে জন্মদিনের অনুষ্ঠান। এ প্রসঙ্গে পরী মনি বলেন, ‘জন্মদিন তো বিশেষ কোন দিন নয়। মানুষের ভালোবাসার মাঝে জন্মদিন বিশেষ হয়ে ওঠে। সবাই যখন দিনটিতে আমার প্রতি ভালোবাসা প্রকাশ করে তখন ভালো লাগে।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৫
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩৪
  • ৬:৩০