DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

তক্ষক উদ্ধারের ঘটনায় সাংবাদিকদের সাথে পুলিশের অসৌজন্যমূলক আচরণ

News Editor
সেপ্টেম্বর ২৪, ২০২০ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিলুপ্ত প্রজাতির তক্ষকসহ তিন জনকে আটক করেছে থানা পুলিশ। লোকমুখে শোনা যায় এই তক্ষকের চোরাই বাজারমূল্য কোটি টাকা রয়েছে।ওই বিষয়ে তথ্য চাইতে গেলে থানার ডিউটি অফিসার এএসআই তানভির আহামেদ সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।

জানা গেছে, তারাকান্দা থানার এস আই সায়েদুর রহমানের নেতৃত্বে বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে ৯৯৯ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকুয়া ইউনিয়নে ভালকী গ্রাম থেকে বন্যপ্রাণী সংরক্ষণ রাখার কারণে তক্ষকসহ ৩ জনকে আটক করে। ওই সময় পুলিশের সাথে দুরব্যবহার করার কারণে হেলাল নামের আরো একজনকে রাস্তা থেকে তুলে থানায় নিয়ে আসেন এস আই সায়েদুর রহমান।

আরও পড়ুনঃ পানি নিষ্কাশনের দাবীতে পানিবন্দী মানুষের অবস্থান কর্মসূচি

জানা গেছে, হেলালের স্ত্রী পেটে ব্যাথা থাকার কারণে গাড়ী খোঁজতে গভীর রাত্রে বের হয় তিনি। আটককৃতরা হলেন- ভালকী গ্রামের মৃত হবিকুল ইসলাম এর ছেলে কামাল উদ্দিন (৪০), নেত্রকোনা ঘুহায়ল গ্রামের আব্দুল বারেকের ছেলে সাইদুল ইসলাম (৩৫) , নেত্রকোনা কর্ণখোলা গ্রামের আব্দুল হামিদের ছেলে সাত্তার মিয়া (৪৮)। বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।

এ ঘটনায় তক্ষকসহ আটককৃত লোকজনের বিষয়ে তারাকান্দা থানার ওসির কাছে উনার অফিস কার্যালয়ে যান সাংবাদিকরা। ওসি তাৎক্ষনিক এস আই সায়েদুর রহমানকে তথ্য দিতে বলেন। কিন্তু ওই এস আই সাংবাদিকদের দেখে ক্ষিপ্ত হয়ে বলেন, চাইলেই নাম দিয়ে দিতে হবে? তখন আরো অশালীন কথাবার্তা বলেন এসআই। এ বিষয়টি নিয়ে তারাকান্দার স্থানীয় সাংবাদিকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]