DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২১শে ডিসেম্বর ২০২৪
ঢাকাশনিবার ২১শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

তরুন কর্মকার ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত

DoinikAstha
সেপ্টেম্বর ৮, ২০২১ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার।

সোমবার পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার এ ঘোষণা দেন। প্যানেল মেয়র ২ নির্বাচিত করা হয় ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির খান ও প্যানেল মেয়র ৩ নির্বাচিত করা হয় সংরক্ষিত কাউন্সিলর তাছলিমা বেগমকে। গত ২৮ আগস্ট এ সংক্রান্ত রেজ্যুলেশন করে পৌর পরিষদ।

পৌর মেয়ররের কক্ষে প্যানেল মেয়র ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও কোষাধ্যক্ষ মো. মনিরুল ইসলাম তালুকদার। প্যানেল মেয়র তরুণ কর্মকার ঝালকাঠি জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি। তরুণ কর্মকার প্যানেল মেয়র নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ৩:৪০
  • ৫:১৯
  • ৬:৩৮
  • ৬:৩৬